39 C
আবহাওয়া
৬:৪৫ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মারধরের ঘটনায় কুবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি

মারধরের ঘটনায় কুবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি

মারধরের ঘটনায় কুবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রসাশন। বৃহস্পতিবার (৩১ মার্চ) ডেপুটি রেজিস্ট্রার মো.আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, গত ২৮ মার্চ উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনের নির্দেশনায় ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির এ তদন্ত কমিটি গঠন করা হয়। এতে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম।

তদন্ত কমিটির আহবায়ক আমিনুল ইসলাম আকন্দ বলেন, তদন্ত শুরু করতে আমাদের চিঠি দেওয়া হয়েছে। তদন্ত কমিটি আগামি সপ্তাহে বসে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করবে। আমরা দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিবো।

উল্লেখ্য, গত ২২ মার্চ সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদ কে ‘তুমি’ সম্বোধন করায় মারধরের শিকার হয় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিছুর রহমান। এতে চোখে গুরুতর জখম হয়। এ ঘটনায় ওয়াকিল আহমেদ কে অব্যাহতি দেয় শাখা ছাত্রলীগ।

বিএনএ/হাবিবুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ