32 C
আবহাওয়া
১২:৩৫ অপরাহ্ণ - মে ২৯, ২০২৩
Bnanews24.com
Home » জুটি বাঁধবেন মহেশ-দীপিকা?

জুটি বাঁধবেন মহেশ-দীপিকা?


বিএনএ ডেস্ক:জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অন্যদিকে, প্রিন্স অব টলিউড হিসেবে পরিচিত অভিনেতা মহেশ বাবু। গুঞ্জন শোনা যাচ্ছে, এবার একসঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তারা।

প্রাচীন সাহিত্যগ্রন্থ ‘রামায়ণ’ নিয়ে সিনেমা তৈরি করছেন প্রযোজক মধু মানতেনা। এই সিনেমার ঘোষণা দেওয়ার পর থেকে এতে কারা অভিনয় করবেন তা নিয়ে অনেক জল্পনা হয়েছে। জানা গেছে, এতে সীতা চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু রাম চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

কিছুদিন আগে শোনা যায়, সিনেমাটিতে রাম চরিত্রে দেখা যাবে অভিনেতা হৃতিক রোশানকে। কিন্তু সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে, সিনেমাটিতে অভিনয় করবেন মহেশ বাবু। নির্মাতারা নাকি এ বিষয়ে এই অভিনেতার সঙ্গে আলোচনাও করেছেন। যদিও এ বিষয়ে পিংকভিলা ডটকম মহেশের টিমের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি অস্বীকার করেছেন তারা।

এর আগে ‘বাহুবলি’ সিনেমাখ্যাত প্রভাসকেও নাকি চরিত্রটির জন্য প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক মধু মানতেনা। কিন্তু ইতোমধ্যে ‘আদিপুরুষ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা। এজন্য প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

‘রামায়ণ’ সিনেমাটি পরিচালনা করবেন ‘দঙ্গল’ সিনেমার পরিচালক নিতেশ তিওয়ারি ও ‘মম’ সিনেমাখ্যাত পরিচালক রবি উদয়ওয়ার। প্রযোজনা করছেন মধু মানতেনা, আল্লু অরবিন্দ, নমিত মালহোত্রা। সিনেমাটি তিন ভাগে মুক্তি পাবে। এতে হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, গুজরাটি ও পাঞ্জাবি ইন্ডাস্ট্রির অভিনেতারা অভিনয় করবেন। নির্মাতারা এটিকে ভারতের পাশাপাশি বিশ্বের সকল দর্শকের জন্য তৈরি করতে চাইছেন বলে জানা গেছে।

Total Viewed and Shared : 13 


শিরোনাম বিএনএ