27 C
আবহাওয়া
৭:৩৬ পূর্বাহ্ণ - মে ২৯, ২০২৩
Bnanews24.com
Home » ২ বছর পর ভারতের সঙ্গে ফের বাণিজ্যিক সম্পর্কে পাকিস্তান

২ বছর পর ভারতের সঙ্গে ফের বাণিজ্যিক সম্পর্কে পাকিস্তান


বিএনএ ডেস্ক:প্রায় দুই বছর পর ভারতের ওপর থেকে আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে বুধবার চিনি ও তুলা আমদানি নিষেধাজ্ঞা বাতিল করা হলো।

২০১৯ সালে ভারত কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করলে নয়া দিল্লি সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেয় ইসলামাবাদ।

অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ইকোনোমিক কোঅর্ডিনেশন কাউন্সিল বেসরকারি খাতে পাঁচ লাখ টন চিনি আমদানির অনুমতি দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী হাম্মাদ আজহার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তারা ভারত থেকে তুলা ও সুতা আমদানির অনুমোদনও দিয়েছেন।

ইসলামাবাদে সংবাদ সম্মেলনে হাম্মাদ বলেছেন, ‘যদি কোনো দেশের সঙ্গে বাণিজ্য সাধারণ মানুষের পকেটের চাপ কমায় তাহলে তাতে কোনো ক্ষতি নেই। পাকিস্তানের তুলনায় প্রতিবেশী ভারতে চীনের দাম তুলনামুলকভাবে কম।’

এ ব্যাপারে নয়া দিল্লির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ