বিএনএ, ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. সামসুল আরেফিন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. মাহমুদুল হোসাইন খান। মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সমন্বয় ও সংস্কার সচিব হয়েছেন দুর্নীতি দমন কমিশনার মহাপরিচালক মো. মাহমুদুল হোসাইন খান। তাকে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সামসুল আরেফিন মাদারীপুর শহরের ইটেরপুল লাল বাড়িতে মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১১তম বিসিএস পরীক্ষা পাস করে সহকারী কমিশনার হিসেবে মানিকগঞ্জে যোগদান করে সিভিল সার্ভিসে প্রবেশ করেন।
বিএনএ/এমএফ
Total Viewed and Shared : 112