26 C
আবহাওয়া
৭:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » তহবিল শূন্য, মানুষের পকেট কাটতে বিদ্যুতের দাম বৃদ্ধি: মোশাররফ

তহবিল শূন্য, মানুষের পকেট কাটতে বিদ্যুতের দাম বৃদ্ধি: মোশাররফ

তহবিল শূন্য মানুষের পকেট কাটতে বিদ্যুতের দাম বৃদ্ধি: মোশাররফ

বিএনএ: সরকারের তহবিল শূণ্য, তাই মানুষের পকেট কাটতে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর বিএনপির গণপদযাত্রায় তিনি এ মন্তব্য করেন। সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি এ পদযাত্রার আয়োজন করে।

ড. খন্দকার মোশাররফ বলেন, সরকার নিয়ম ছাড়া বিদ্যুতের দাম বাড়িয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে সরকার। বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করছি, রাস্তায় আছি। আওয়ামী লীগ ভয়ে ভীত হয়ে আমাদের পদযাত্রাকে নানা নামে সমালোচনা করছে।

সরকারের উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা বলতে চাই, আপনাদের সময় শেষ। আগামী দিনের বাংলাদেশ হবে খালেদা জিয়া ও তারেক রহমানের। অতএব, প্রস্তুতি নিন। আমরা কিন্তু আপনাদের অগ্রিম বিদায়ের শোভাযাত্রা করছি এই পদযাত্রায়।’

বিএনপি নেতা বলেন, ‘বর্তমান দুর্নীতিবাজ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোর জন্য, দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব বিএনপির। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আর খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। যাতে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেন। এগুলো যারা ধ্বংস করে দিয়েছে, তারা এ দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সে জন্যই এ সরকারকে বিদায় করতে হবে।’

দুর্নীতির সূচকে বাংলাদেশের অবনমনের কথা উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে এত লেখালেখি, বিদেশিরা এত চাপ দিচ্ছে, এরপরও কী পরিমাণ দুর্নীতি বেড়েছে বাংলাদেশে। দুর্নীতি দমন তো দূরের কথা, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩ থেকে ১২ তে নেমে এসেছে। এই দুর্নীতি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিন্ডিকেট। সুতরাং তাদের পক্ষে দুর্নীতি দমন করা সম্ভব নয়।’

গাবতলী থেকে শুরু হওয়া পদযাত্রা মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান সভাপতিত্ব করেন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ