33 C
আবহাওয়া
৪:৪১ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » আরও ২ দিন কর্মসূচি দিল বিএনপি

আরও ২ দিন কর্মসূচি দিল বিএনপি


বিএনএ, ঢাকা:  রোববার (৩১ ডিসেম্বর) ও সোমবার (১ জানুয়ারি) আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দলগুলো।  শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

রিজভী অভিযোগ করে বলেন, আজকে সেই ৩০ ডিসেম্বর, সেই কালো দিন। ২০১৮ সালের এই দিনে এক নজিরবিহীন কারচুপির মধ্য দিয়ে দিনের ভোট রাতে করা হয়।

সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রায় ১৫৫ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছয়টি মামলায় আসামি হয়েছেন ৪২৯ জনের বেশি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ