33 C
আবহাওয়া
৩:১৬ অপরাহ্ণ - জুন ৮, ২০২৩
Bnanews24.com
Home » পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু!

পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু!

শিশুর মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের একটি বাসায় বাথরুমের বালতির পানিতে পড়ে আফিফ আহমেদ নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বউ বাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা আনিসুর রহমান সুজন ব্যবসায়ী আর মা ফারিয়া গৃহিণী। তাদের একমাত্র সন্তান আফিফ।

তারা জানান, বাসায় সবার অগোচরে খেলতে খেলতে শিশুটি বাথরুমে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটির কথা মনে পড়লে বাসার ভিতর খুঁজতে শুরু করেন তারা। একপর্যায়ে দেখেন, বাথরুমে পানিভর্তি বালতিতে উপুড় হয়ে পড়ে আছে শিশুটি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটিকে জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 113 


শিরোনাম বিএনএ