35 C
আবহাওয়া
১০:৫৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ব্রিটেনে করোনা আক্রান্তের হার বেড়েই চলছে

ব্রিটেনে করোনা আক্রান্তের হার বেড়েই চলছে

ব্রিটেনে করোনা আক্রান্তের হার বেড়েই চলছে

বিএনএ ডেস্ক : ব্রিটেনে ২৪ ঘন্টার ব্যবধানে আগের দিনের তুলনায় ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার(২৯ ডিসেম্বর) এ শনাক্তের হার ১ লক্ষ ৮৩ হাজার ৩৭ জনে গিয়ে দাঁড়ায়। যা মঙ্গলবার ছিল ১ লক্ষ ২৯হাজার ৪৭১ জন।

গত কয়েকদিন ধরে ইংল্যান্ডের কিছু এলাকায়  পিসিআর পরীক্ষার সংকট দেখা দিয়েছে।

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির একজন মুখপাত্র বলেছেন, নববর্ষের প্রাক্কালে প্রায় ৮ মিলিয়ন টেস্ট কিট ফার্মেসিতে সরবরাহ করা হবে। মহামারী শুরু হওয়ার পর থেকে প্রায় ৪০০ মিলিয়ন পরীক্ষা সম্পন্ন করে যা   ইউরোপের মধ্যে সর্বোচ্চ।

এ দিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী  বরিস জনসন সতর্ক থেকে নববর্ষ  উপভোগ করার জন্য অনুরোধ করেছেন দেশবাসীকে।প্রধানমন্ত্রী ইংল্যান্ডে আরও কোভিড বিধিনিষেধ আরোপ করতে তার অস্বীকৃতি জানান। তবে  তিনি স্বীকার করেছেন যে ওমিক্রন “প্রকৃত সমস্যা সৃষ্টি করে চলেছে”।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ