25 C
আবহাওয়া
১:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৩, ২০২৪
Bnanews24.com
Home » জামালপুরে অস্ত্র মামলায় অ্যাডভোকেট হাফিজুর রহমান গ্রেপ্তার

জামালপুরে অস্ত্র মামলায় অ্যাডভোকেট হাফিজুর রহমান গ্রেপ্তার

জামালপুরে অস্ত্র মামলায় অ্যাডভোকেট হাফিজুর রহমান গ্রেপ্তার

বিএনএ, জামালপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জামালপুর শহরের পৌর ঈদগাহ মাঠের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর সদর থানার ওসি ফয়সাল আতিক বলেন, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ১৭ আগস্ট সদর থানার এসআই মিঠু মিয়া বাদী হয়ে অস্ত্র প্রদর্শনের মামলা করেন। মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ সহ দুজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় অ্যাডভোকেট স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৩০ অক্টোবর) সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ