26 C
আবহাওয়া
৯:২১ অপরাহ্ণ - নভেম্বর ১৩, ২০২৪
Bnanews24.com
Home » সাবেক মন্ত্রী আব্দুস শহীদ আটক

সাবেক মন্ত্রী আব্দুস শহীদ আটক

উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ

বিএনএ, ঢাকা: আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে আটক করা হয়েছে। মঙ্গলবার(২৯ অক্টোবর ২০২৪) রাত সাড়ে এগারোটার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের তার নিজ বাড়ি থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ড.আব্দুস শহীদের নামে শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে মারামারি, লুটপাটের দুটি মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলার তিনি প্রধান আসামি।

আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হন। এ নিয়ে তিনি একই আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি-ফ্ল্যাট ক্রয়সহ স্ত্রী-সন্তানের নামে বিপুল সম্পদ কিনেছেন। এছাড়া তার স্ত্রীর নামে কানাডার বেগমপাড়ায় বাড়ি কেনাসহ দেশ-বিদেশে বিপুল সম্পদের তথ্য নিশ্চিত হওয়ার পর দুদকের গোয়েন্দা শাখার প্রতিবেদনের ভিত্তিতেই কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ