20 C
আবহাওয়া
৩:৫৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানের নতুন খবর(৩০ আগস্ট)

আফগানিস্তানের নতুন খবর(৩০ আগস্ট)

সুপ্রিম লিডার মোল্লাহ হেবতুল্লাহ আখুন্দ,তালেবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লাহ আবদুল গনি বারাদার।

আন্তর্জাতিক মিডিয়া হতে সংগৃহীত আফগানিস্তান ও তালেবান, কাবুল বিমান বন্দর সম্পর্কিত আজকের নিউজ।

বিএনএ, বিশ্বডেস্ক :

তাজিকিস্তানের পাহাড়ে আফগান সিমান্তে ৫০০ রাশিয়ার সৈন্য

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ের বরাত দিয়ে আলজাজিরার খবরে  বলা হয়েছে, প্রতিবেশী আফগানিস্তানে অস্থিতিশীলতার পটভূমির বিরুদ্ধে প্রায় ৫০০ রাশিয়ান মোটর চালিত পদাতিক সৈন্য তাজিকিস্তানের পাহাড়ে মহড়া চালাচ্ছে।ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট কমান্ডের বরাত দিয়ে বলছে, মহড়ায় জড়িত সকল সেনা সদস্য তাজিকিস্তানের রাশিয়ার সামরিক ঘাঁটি থেকে এসেছে।চলতি মাসে আফগান সীমান্তের কাছাকাছি রাশিয়া কর্তৃক চালানো তৃতীয় মহড়া। পরের মাসে, রাশিয়ার নেতৃত্বাধীন নিরাপত্তা গোষ্ঠী কিরগিজস্তানে আরেকটি মহড়া করবে যেখানে একটি রাশিয়ার সামরিক বিমানঘাঁটি রয়েছে।

সুপ্রিম লিডার অব তালেবান এখন কান্দাহারে

ইসলামিক এমিরাটস অফ আফগানিস্তান, সুপ্রিম লিডার মোল্লাহ হেবতুল্লাহ আখুন্দ রোববার(২৯আগস্ট) অজ্ঞাত স্থান হতে কান্দাহার প্রদেশে পৌঁছেছেন। অন্যদিকে কাবুল থেকে সেখানে যোগ দিয়েছেন তালেবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লাহ আবদুল গনি বারাদার। তালেবান নেতারা স্থানীয় উপজাতি নেতাদের সাথে আসন্ন সরকার গঠন নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। খবর খামা প্রেস।

ড্রোন হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধি

# আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি বাড়ির ওপর মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ছয় শিশুসহ নয়জন নিহত হয়েছেন। হামলায় নিহতদের এক আত্মীয় মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে মৃত্যুর এ সংখ্যা জানিয়েছেন।মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য এই ড্রোন হামলা চালানো হয়।

আরো পড়ুন : কাবুল বিমানবন্দরে আবারও ৫ দফা রকেট হামলা

একই রঙের ইউনিফর্ম তৈরি করার পরিকল্পনা

##আফগানিস্তানের তালেবান সদস্যদের জন্য একই রঙের ইউনিফর্ম তৈরি করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে খবর দিয়েছেন পদস্থ তালেবান কর্মকর্তারা। তারা বলেছেন, তালেবান সদস্যদের মধ্যে আরো বেশি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।আফগানিস্তানের বার্তা সংস্থা ‘আওয়া’ এ খবর জানিয়েছে।

 তালেবানের আজকের খবর

# আফগানিস্তানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আবদুল বাকি হক্কানি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়াশোনা করার অনুমতি দেওয়া হবে। কিন্তু ছেলেমেয়েরা কোনও পরিস্থিতিতেই এক সঙ্গে লেখাপড়া করতে পারবে না।রোববার(২৯ আগস্ট) রাজধানী শহর কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের কয়েক জন অধ্যাপক এবং পড়ুয়ার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।
হক্কানি  বলেন, ‘‘আফগানরা উচ্চ শিক্ষা অবশ্যই চালিয়ে যেতে পারবেন। তবে শরিয়তি আইন মেনেই। ছেলে ও মেয়েরা এক সঙ্গে পড়াশোনা করতে পারবেন না।”

বিএনএনিউজ২৪ডটকম/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার