বিএনএ, ঢাকাঃ গ্যাস পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে শনিবার সকাল থেকে পরবর্তী ১২ ঘণ্টা বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়, শনিবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জের শিয়াচর, কুতুবপুর, গোদানাইল, পঞ্চবটি, ফতুল্লার পোস্ট অফিস থেকে ওয়াব্দারপু এলাকা পর্যন্ত রাস্তার দুপাশেই সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় রক্ষণাবেক্ষণ কাজের কারণে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ অল্প থাকতে পারে। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
বিএনএ/ এমএফ
Total Viewed and Shared : 19