35 C
আবহাওয়া
১১:৩৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রেঞ্জ দিয়ে পদ্মা সেতুর নাট খুলে টিকটক বানায় মাহদি

রেঞ্জ দিয়ে পদ্মা সেতুর নাট খুলে টিকটক বানায় মাহদি

রেঞ্জ দিয়ে পদ্মা সেতুর নাট খুলে টিকটক বানায় মাহদি

বিএনএ ডেস্ক: পদ্মা সেতুর ক্ষতিসাধন ও অপপ্রচার চালানোর অভিযোগে মাহদি হাসান নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। লক্ষ্মীপুর থেকে মাহদিকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি’র প্রধান মো. আসাদুজ্জামান জানান, বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। বলেন, মাহদি প্রথমে রেঞ্জ দিয়ে পদ্মা সেতুর রেলিংয়ের নাট ঢিল করে। পরে হাত দিয়ে নাট খোলার ভিডিও করেন তিনি। উদ্দেশ্যমূলকভাবে নাট খোলার জন্যই সে সঙ্গে করে রেঞ্জ নিয়ে গিয়েছিলেন বলে জানান আসাদুজ্জামান।

গ্রেফতার মাহদি হাসানের বাড়ি মুন্সীগঞ্জে
গ্রেফতার মাহদি হাসানের বাড়ি মুন্সীগঞ্জে

সিটিটিসি জানায়, মাহদির বাড়ি মুন্সীগঞ্জে। তিনি তামিরুল মিল্লাত নামে একটি মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করেন।

আসাদুজ্জামান বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিন যখন সবার জন্য সেতু উন্মুক্ত করা হয় সে দিন মাহদি রেঞ্জ নিয়ে সেখানে যায়। সে রেঞ্জ দিয়ে সেতুর নাট-বল্টু খোলে। সে নাট-বল্টু খোলার পরিকল্পনা করেই সেতুতে যায়।

মাহদির বিরুদ্ধে পদ্মা সেতুর উত্তর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান সিটিটিসি প্রধান।

বিএনএ/ আর

Loading


শিরোনাম বিএনএ