29 C
আবহাওয়া
১১:১৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৫, ২০২৩
Bnanews24.com
Home » ফের বাড়ল এলপি গ্যাসের দাম

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

বিএনএ, ঢাকা : ফের বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপি গ্যাসের দাম। জুলাই মাস থেকে কেজি প্রতি চার টাকা ৭ পয়সা বাড়তি দামে কিনতে হবে এই গ্যাস। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

ভোক্তা পর্যায়ে প্রতিকেজি এলপি গ্যাসের খুচরা মূল্য ৭০ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৭৪ টাকা ২৪ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা জুলাই মাসের জন্য প্রযোজ্য হবে।

নতুন দাম অনুযায়ী জুলাইয়ে ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯১ টাকা; যা জুনে ছিল ৮৪২ টাকা এবং মে মাসে ৯০৬ টাকা ছিল।

নতুন দামে এলপিজির সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৪০৮ টাকা, সাড়ে ১২ কেজি ৯২৮ টাকা, ১৫ কেজি ১১১৪ টাকা, ১৬ কেজি ১১৮৮ টাকা, ১৮ কেজি ১৩৩৭ টাকা, ২০ কেজি ১৪৮৫ টাকা, ২২ কেজি ১৬৩৩ টাকা, ২৫ কেজি ১৮৫৬ টাকা, ৩০ কেজি ২২২৮ টাকা, ৩৩ কেজি ২৪৫১ টাকা, ৩৫ কেজি ২৫৯৯ টাকা এবং ৪৫ কেজি ৩৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগেই সিদ্ধান্ত হয়েছিল, সৌদি আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির এই নতুন দর ঘোষণা করা হবে।

কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, জুনে সৌদি আরামকোর কনট্রাক্ট প্রাইসের (সিপি) ভিত্তিতে জুলাই মাসের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড পদ্ধতি) এলপিজির দাম প্রতি কেজি ৭১ টাকা ৯৪ পয়সা নির্ধারণ করা হয়েছে; যা আগের মাসে ছিল ৬৭ টাকা ৮৭ পয়সা।

এছাড়া অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে যা জুন মাসে ৪১ টাকা ৭৪ পয়সা ছিল।

বিশ্ববাজারে গ্যাসের দাম বাড়ায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে বলে বিইআরসি বুধবার জানিয়েছে।
বিএনএনিউজ/জেবি

Total Viewed and Shared : 131 


শিরোনাম বিএনএ