বিশ্ব ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক বলে পরিচিত বোল টিভির সাংবাদিক অপহৃত সামি আব্রাহাম অবশেষে মুক্তি পেয়েছেন।মঙ্গলবার (৩০ মে ২০২৩)সকালে তিনি বাসায় ফিরেন।
আব্রাহামের ভাই আলী রাজা এবং বোল টিভির খবরে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
বোল টিভির খবরে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করেছে বলে দাবি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে , সরকারের গোয়েন্দা সংস্থার লোকজন তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
সাংবাদিক সামি আব্রাহাম গাড়ি যোগে রাজধানী ইসলামাবাদের অফিস থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছিল। তবে তার চালক অক্ষত ছিলেন।
পাকিস্তানি পুলিশ ও গোয়েন্দা সংস্থা তাকে আটকের কথা অস্বীকার করেছিল।
খান-পন্থী আরেক সাংবাদিক ইমরান রিয়াজ খান নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর আব্রাহামের নিখোঁজ হয়েছিল।
সূত্র :আল জাজিরা।
বিএনএনিউজ২৪, জিএন
Total Viewed and Shared : 11,598