29 C
আবহাওয়া
৫:৩৯ অপরাহ্ণ - অক্টোবর ৩, ২০২৩
Bnanews24.com
Home » খাবারের মধ্যে মৃত সাপ, শতাধিক ছাত্রীকে হাসপাতালে প্রেরণ

খাবারের মধ্যে মৃত সাপ, শতাধিক ছাত্রীকে হাসপাতালে প্রেরণ

খাবারের মধ্যে মৃত সাপ

বিশ্ব ডেস্ক:  স্কুল কর্তৃপক্ষের দেয়া দুপুরের খাবারের ডেকসিতে একটি মৃত সাপ পাবার পর  শতাধিক ছাত্রীকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবরে বলা হয়েছে , এদের মধ্যে কয়েকজন বেহুশ হয়েছিল, কেউ কেউ বমি করতে করতে গুরুতর অসুস্থ বোধ করছিল।

অবশ্য কয়েক ঘণ্টার চিকিৎসার পর ১১০জন ছাত্রীর সবাই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলায় রবিবার।

একটি বেসরকারী অলাভজনক সংস্থা সরকারি স্কুলটিতে দুপুরের খাবার সরবরাহ করতো।

জেলা ম্যাজিস্ট্রেট এনায়েত খান বলেন, শতাধিক ছাত্রী খাবার নিতে লাইনে থাকলেও সাপের দেহ দেখা পর্যন্ত খাবার বিতরণ করা হয়েছিল মাত্র ১৮জনকে। কীভাবে খাবারের পাত্রে সাপ গেল তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারে নি।

সূত্র: ইনডিপেন্ডডেন্ট ডট ইউকে।

বিএনএ,জিএন

 

Total Viewed and Shared : 1120 


শিরোনাম বিএনএ