28 C
আবহাওয়া
৭:৩৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ সোমবার

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ সোমবার


বিএনএ, চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী সোমবার। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারিরাও এই ঈদ উদযাপন করবেন।

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সুফি সাধক হজরত মাওলানা মোখলেছুর রহমান (রাঃ) দীর্ঘ ২০০ বছর আগে এ নিয়মের প্রবর্তন করেন। তার মুরিদান মির্জাখীল দরবার শরিফের অনুসারিরা সৌদি আরবের সময়ানুযায়ী এক দিন আগে থেকে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন। সে হিসেবে আগামী সোমবার (২ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মির্জাখীল দরবার শরিফের অনুসারিরা সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া ও গাটিয়াডাঙ্গা; লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি; বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা; আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমচড়া; বাঁশখালীর কালিপুর; পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী, ভেল্লাপাড়াসহ অর্ধশতাধিক গ্রামের দুই লাখেরও বেশি মানুষ ঈদুল ফিতর উদযাপন করবেন।

সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফে ঈদের প্রধান নামাজের ইমামতি করবেন ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান। মির্জাখীল দরবার শরিফের মুখপাত্র শাহজাদা ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান বলেন, আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। দুবছর পর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকা থেকে দরবার শরীফের অনুসারিরা ঈদ জামাতে অংশ নিতে দরবারে আসবেন।

বিএনএ/মাহফুজ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ