বিএনএ, ঢাকা: ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর মতিঝিল এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি চাকু ছাড়াও একটি চাপাতি ও একটি কাচি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন– মো. জাকির হোসেন, মো. ওসমান মিয়া, আসাদুল ওরফে বিটকেল ও রাজিব। তাদের হেফাজত থেকে ২টি চাকু, ১টি চাপাতি ও ১টি কাচি জব্দ করা হয়েছে।
ওসি মো. মিজানুর রহমান বলেন, নটরডেম বিশ্ববিদ্যালয় গেটের উত্তর পাশে কতিপয় লোক ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নেয়ার তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মতিঝিল থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্ততারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিএনএ/এমএফ
Total Viewed and Shared : 111