33 C
আবহাওয়া
১২:০৮ পূর্বাহ্ণ - জুন ৬, ২০২৩
Bnanews24.com
Home » ব্যবসায় নামছেন মাহিয়া মাহি

ব্যবসায় নামছেন মাহিয়া মাহি

মাহিয়া মাহি

বিএনএ, ঢাকাঅভিনয়টা ধীরে ধীরে কমিয়ে দিতে চান। শুরু করতে চান নতুন কিছু। সেই পরিকল্পনা নিয়েই আগানোর কথা জানালেন চিত্র নায়িকা মাহিয়া মাহি।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। জানান, ব্যবসায়ী কামরুজ্জামান সরকারকে বিয়ের পর তাঁরও ব্যবসায়ী হওয়ার চিন্তা পোক্ত হয়েছে।

মাহি জানান, শুরুতে রেস্টুরেন্ট দিতে চান তিনি। সেই টার্গেটে কাজও চলছে। তাঁর রেস্টুরেন্টটি চালু হচ্ছে গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে। তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে থাকবে আড্ডা দেওয়ার সুযোগও।

মাহি জানান, এক সপ্তাহ ধরে পুর্বাচলে “অফিসার” নামে একটি চলচ্চিত্রের শুটিং করছেন। শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজও দেখভাল করতে হচ্ছে।

মাহির রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ‘ফারিশতা’। রোজার শুরুতেই ‘ফারিশতা’ চালু করার আশা প্রকাশ করে মাহি বলেন, খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করা হবে না। রোজার শুরুতেই হরেক রকমের ইফতার বিক্রি শুরুর মধ্য দিয়েই শুরু হবে রেস্টুরেন্টের যাত্রা।

বিএনএ/ এ আর

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ