26 C
আবহাওয়া
৬:৩৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বান্দরবানে ৫০ হাজার ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

বান্দরবানে ৫০ হাজার ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

বান্দরবানে ৫০ হাজার ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : বান্দরবানে ৫০ হাজার ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য নিঙমং চিং মারমাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার ( ২৯ মার্চ) সন্ধ্যায় থানচি থানাধীন বলিপাড়া আইলমারা ঝিরি স্টীল ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিঙমং চিং মারমা থানচির বড় মদক এলাকার মৃত চিংলা অং মারমার ছেলে। সে থানচি সদর ইউপির ৩ নং ওয়ার্ডের একজন সাবেক ইউপি সদস্য।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০ হাজার ইয়াবা বড়ি।

মাদক সম্রাট নিঙমং চিং মারমা গ্রেপ্তার হওয়ায় এলাকার জনসাধারণ স্বস্থি প্রকাশ করছে এবং র‌্যাবের এই অভিযানকে তারা সাধুবাদ জানিয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দাযের করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ