39 C
আবহাওয়া
৫:৫৩ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » উপাচার্যের কার্যালয়ে চবি ছাত্রলীগের ভাঙচুর

উপাচার্যের কার্যালয়ে চবি ছাত্রলীগের ভাঙচুর


বিএনএ, চবিঃ পছন্দের প্রার্থী বাদ দিয়ে শিক্ষক নিয়োগে জামাত-শিবিরের প্রার্থী নিয়োগের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্যের সভাকক্ষে ভাংচুর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ ‘একাকারের’ নেতাকর্মীরা। সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।

সিন্ডিকেটের ৫৪১তম সভা শেষে জামাত-শিবিরের প্রার্থী নিয়োগ হচ্ছে জানতে পেরে উপাচার্যের সভাকক্ষে ভাংচুর করে তারা। জানা যায়, শিক্ষক নিয়োগে প্রার্থী ছিলেন শাখা ছাত্রলীগের একাকার উপ-গ্রুপের সাবেক নেতা রায়হান ইসলাম।তাকে বাদ দেওয়া হয়।

এ বিষয়ে চবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও একাকার গ্রুপের নেতা মইনুল ইসলাম রাসেল বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জামায়াত-শিবির, কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া যাদের নিয়োগ দেওয়া হচ্ছে এরা সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত। এজন্যই ছাত্রলীগের কর্মীরা ভাঙচুর করেছে। সেইসাথে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন অবরোধ করেছে। এই নিয়োগ বাতিল হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

এ ব্যাপারে জানতে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

বিএনএ/ সুমন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ