35 C
আবহাওয়া
৩:১২ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৪
Bnanews24.com
Home » খুলনার ফুলতলায় প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনার ফুলতলায় প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনার ফুলতলায় প্রকাশ্যে গুলি করে হত্যা

বিএনএ: খুলনার ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে মিলন ফকির (৫০) নামে এক ‍ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে জামিরা রোডের আইডিয়াল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মিলন নড়াইল জেলার কালিয়া থানার পেরোলী গ্রামের আব্দুল ওহাব ফকিকের পুত্র। বর্তমানে ফুলতলার আলকা গ্রামে বাড়ি করে বসবাস করছেন। সিকিরহাট খেয়াঘাট ইজারা নিয়ে ব্যবসা করছেন বলেও জানায় পুলিশ।

পুলিশ জানায়, মিলন ফকির সকাল আটটার দিকে আলকা আইডিয়াল স্কুল মোড়ে একটি চায়ের দোকানে বসা ছিলেন। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে একাধিক গুলি করে। পরে দুর্বৃত্তরা জামিরা সড়ক ধরে পালিয়ে যায়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে কারা তাকে কী কারণে হত্যা করেছে সে বিষয়ে এখনই কিছু বলতে পারেন নি তিনি। জানান, নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ 

Loading


শিরোনাম বিএনএ