28.2 C
আবহাওয়া
৯:২৮ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » ছোটদের বিশ্বকাপে মালিকে হারিয়ে ফাইনালে ফ্রান্স

ছোটদের বিশ্বকাপে মালিকে হারিয়ে ফাইনালে ফ্রান্স

মালি

স্পোর্টস ডেস্ক: ছোটদের বিশ্বকাপে মালিকে হারিয়ে ফাইনালে ফ্রান্স। দ্বিতীয় সেমিফাইনালে মালিকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্সের কিশোররা। ফাইনালে ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের প্রতিপক্ষ জার্মানি অনর্ধ্ব-১৭ দল। আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

প্রথম সেমিফাইনালে জার্মানি টাইব্রেকারে হারিয়ে দেয় আর্জেন্টাইন কিশোরদেরে। ফ্রান্সের বিপক্ষে প্রথম গোল উৎসব করেছিল মালিই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইব্রাহিম ডিয়ারারা গোলে এগিয়ে যায় আফ্রিকার দেশটি।

কোয়ার্টার ফাইনালেও গোল করেছিলেন ইব্রাহিম ডিয়ারা। কিন্তু ৫৫ মিনিটে সোলেমান সানোগো লালকার্ড দেখে মাঠ ছাড়লে দশজনে পরিণত হয় মালি।
এরপরের মিনিটেই সমতাসূচক গোলও পেয়ে যায় ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ইসমাইল বোনেবের ক্রসে ইয়াবান তিতি বল জালে জড়িয়ে স্কোর করেন ১-১। ৬৯ মিনিটে লক্ষ্যভেদ করেন বোনেব নিজেও। ফ্রি কিকে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে ফ্রান্সকে এগিয়ে নেন বোনেব (২-১)।

একজন কম নিয়ে খেলে আর ম্যাচে ফিরতে পারেনি মালি। ছোটদের এই বিশ্বকাপে সবশেষ চার আসরে তিনবারই সেমিফাইনাল খেলেছে আফ্রিকার দেশটি। অন্যদিকে এ নিয়ে দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলবে ফ্রান্স।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ