31 C
আবহাওয়া
১:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » প্রথম সেশনে ১০০ পার করেছে দক্ষিণ আফ্রিকা

প্রথম সেশনে ১০০ পার করেছে দক্ষিণ আফ্রিকা


বিএনএ ক্রীড়া ডেস্ক : সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম সেশনে দাপুটে ব্যাটিংয়ে ১ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করতে থাকে প্রোটিয়াদের দুই উদ্বোধনী ব্যাটার এইডেন মার্করাম ও টনি ডে জর্জি। উদ্বোধনী জুটিতেই এই দুইজন যোগ করেন ৬৯ রান।

আউট হওয়ার আগে  এইডেন মার্করামের ব্যাটে আসে ৫৫ বলে ৩৩ রান।মার্করাম ফিরে গেলেও টিকে আছেন টনি দে জর্জি। বিরতির আগে অপরাজিত আছেন ৪৯ রানে এবং ট্রিস্টান স্টাবস অপরাজিত ২৩ রানে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ