26 C
আবহাওয়া
৪:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহ ৪ আসনের সাবেক এমপি শহীদুজ্জামান আর নেই

ঝিনাইদহ ৪ আসনের সাবেক এমপি শহীদুজ্জামান আর নেই


বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুজ্জামান বেল্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ অক্টোবর) রাত ১২টার দিকে তিনি মারা যান।

জানা যায়, রাতে জেলা শহরের কলাবাগান এলাকায় নিজ বাড়িতে হঠাৎ অস্বুস্থ হয়ে পড়েন শহিদুজ্জামান বেল্টু। এরপর স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার ঝিনাইদহ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে বিএনপির এই নেতার মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ দলীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেসমবেদনা প্রকাশ করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ