26 C
আবহাওয়া
৪:৩৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা


বিএনএ ডেস্ক : চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা।  মঙ্গলবার সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়।  । এ টেস্টে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনের।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ঢাকায় দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা আনতে চায় স্বাগতিকরা। জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ দল।

এদিকে প্রথম টেস্ট জিতে ১০ বছর পর উপমহাদেশে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

অধিনায়ক এইডেন মার্করাম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সব খেলোয়াড়েরই নিজ নিজ পরিকল্পনা থাকে, ছেলেরা এটা জানে। বাংলাদেশের বোলারদের চাপে কীভাবে ফেলতে হবে, এ নিয়ে ছেলেরা কাজ করছে। এজন্য তাদের নিজেদের শক্তির জায়গা থেকে খেলতে হবে।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টনি ডি জর্জি, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশাভ মহারাজ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ