26 C
আবহাওয়া
৪:৩১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৬০

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৬০


বিএনএ, ডেস্ক : লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত বালবেকে চালানো বর্বর এই হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।  মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের পূর্বাঞ্চলে পূর্ব বেকা উপত্যকার বালবেকের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে অন্তত দুই শিশুও রয়েছে। হামলায় কমপক্ষে আরও ৫৮ জন আহত হয়েছেন।

এদিকে হামলার পর হতাহতের এই পরিসংখ্যান এখনও প্রাথমিক বলে মনে করা হচ্ছে, কারণ উদ্ধার তৎপরতা এখনও চলছে। নিহত ৬০ জনের মধ্যে বালবেক শহরের পশ্চিমে আইন আল আলাক নামক স্থানে কমপক্ষে ১৬ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে সোমবার লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৩৮ জন নিহত হয়েছেন। মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

বিএনএ/ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ