29 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৩, ২০২৩
Bnanews24.com
Home » কালুরঘাট সেতু থেকে গৃহবধূর লাফ

কালুরঘাট সেতু থেকে গৃহবধূর লাফ


বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালীর কালুরঘাট সেতু থেকে কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়েন রোকছা (৩৫) নামের এক গৃহবধূ । নদীর কূলে থাকায় মাঝিরা তাকে উদ্ধার করলে প্রাণে বেঁচে যান।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর মাঝখান নদীতে লাফিয়ে পড়েছিলেন তিনি। তবে ভাগ্যক্রমে তা দেখে ফেলেছিলেন নৌকার মাঝিরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করেন তারা।

সেতুর রেলওয়ে গেইটম্যান মো. সাইফুল জানান, সেতুর মাঝখান থেকে এক মহিলা নদীতে ঝাঁপ দিলে তাকে নদীতে চলাচলরত একটি নৌকার মাঝি উদ্ধার করেন।

সংজ্ঞাহীন অবস্থায় রোকছাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন।

তবে চেতনা ফিরে আসায় রোকছা বোনের বাড়িতে চলে গেছে বলে জানিয়েছেন হাসপাতালে নিয়ে আসা মো. তারেক নামের এক ব্যক্তি।

তিনি রোকছার বরাত দিয়ে বলেন, স্বামী আরেকটি বিয়ে করায় রোকছা নদীতে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছিলো। তার স্বামীর বাড়ি উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দনগর গ্রামে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচ.এম।

Total Viewed and Shared : 142 


শিরোনাম বিএনএ