29 C
আবহাওয়া
৫:৫৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নবী-গুলবাদিনের ব্যাটিংয়ে ১৪৮ রানের লক্ষ্য দিল পাকিস্তানকে

নবী-গুলবাদিনের ব্যাটিংয়ে ১৪৮ রানের লক্ষ্য দিল পাকিস্তানকে

রনবী-গুলবাদিনের ব্যাটিংয়ে ১৪৮ রানের লক্ষ্য দিল পাকিস্তানকে

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ টু এর ম্যাচে পাকিস্তানকে ১৪৮ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান।শুক্রবার(২৯ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের দাপুটে বোলিংয়ে ১২ ওভার ৫ বলে ৭৬ রান তুলতে ৬ উইকেট হারায় আফগানিস্তান। সপ্তম উইকেটে মোহাম্মদ নবী ও গুলবাদিন নায়েবের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান সংগ্রহ করে তারা।

ম্যাচের শুরুর দ্বিতীয় ওভারে জাজাইকে হারায় আফগানিস্তান। ইমাদের বলে হারিসের হাতে ক্যাচ দিয়ে আউট হয় এই বাঁ-হাতি ওপেনার। দলীয় ১৩ রানের মাথায় আরেক ওপেনার শেহজাদকে হারিয়ে চাপে পড়ে তারা।চাপে রেখে আরও দূর্দান্ত বোলিং করে দ্রুত গুরবাজ, আশগার,নাজিবুল্লা ও কারিম জানাতকে সাজঘরে ফেরত পাঠান হারিস,ইমাদ,হাসান ও শাহীন আফ্রিদিরা ।দলীয় রান তখন ১২ ওভার ৫ বলে ৬ উইকেটে ৭৬ ।

এরপর নবী ও গুলবােদিন ঝড়ো গতিতে রান তুলে ১৪৭ রানের ফাইটিং স্কোর দাঁড় করায় পাকিস্তানের বিপক্ষে। নবী ৩২ বলে ৫ চারে ৩৫ , গুলবাদিন ২৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৫ রান করে অপরাজিত থাকেন।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ