30 C
আবহাওয়া
৯:২৯ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » চবির ‘বি’ ইউনিটে পাশের হার ২৯ শতাংশ

চবির ‘বি’ ইউনিটে পাশের হার ২৯ শতাংশ

শর্ত সাপেক্ষে খুলে দেয়া হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের কলা ও মানবিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাশের হার মাত্র ২৮.৮২ শতাংশ।

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ বলেন, ‘রাত ৪টার দিকে ফলাফল সম্পন্ন করে আমরা আইসিটি সেলের কাছে পাঠিয়ে দিয়েছি।
তিনি বলেন, ‘এবার ‘বি’ ইউনিটে ১০ কেন্দ্রে ২৯ হাজার ৬২০ জন পরীক্ষায় অংশ নিলেও ৮ হাজার ৫৩৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাশ করেছেন। সেই হিসেবে পাশের হার ২৮.৮২ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে ২১ হাজার ৮৩ জন। যা মোট শিক্ষার্থীর ৭১.১৮ শতাংশ।’

উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তিন শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করে ৪২ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উপস্থিত ছিলেন ৬৯.২০ শতাংশ অর্থাৎ ২৯ হাজার ৫২৫ জন । আর অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪৩ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ