37 C
আবহাওয়া
৬:১০ অপরাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » আজ বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

আজ বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

আজ বাংলাদেশের প্রতিপক্ষ ওযেস্ট ইন্ডিজ

বিএনএ ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখী হবে বাংলাদেশ। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

প্রথম দুই ম্যাচে হতাশাজনক হারের পর জয়ের খোঁজে রয়েছে বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজেরও একই দশা। তারাও জয় পেতে মরিয়া। এ অবস্থায় এই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে  মুখোমুখি হচ্ছে দুই দল।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় তারা। এবার উইন্ডিজের কাছে হারলে টাইগারদের সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে।

এদিকে, রাত ৮টায় দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে মোকাবেলা করবে আফগানিস্তান। বিশ্বকাপের প্রথম ম্যাচেই উড়ন্ত জয় পেয়েছে পাকিস্তান। বিশ্বকাপে কখনও জিততে না পারা ভারতের বিপক্ষে পায় ১০ উইকেটের বড় ব্যবধানের জয় পায় তারা। এরপর নিউ জিল্যান্ডকে হারিয়ে তারা জানান দিয়েছে এবারের বিশ্বকাপে পাকিস্তানই ফেভারিট। আজ আফগান চ্যালেঞ্জ উতরাতে পারলেই সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে বাবর-রিজওয়ানরা।

অন্যদিকে, টানা দুই ম্যাচ জিতে উড়তে থাকা পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আফগানিস্তান। প্রথম ম্যাচে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছে তারা। বাছাইপর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা স্কটল্যান্ডকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানরা। সেই আত্মবিশ্বাস পুঁজি করে আজ পাকিস্তানের বিপক্ষেও জয় তুলে নিতে প্রস্তুত আফগান শিবির।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ