25 C
আবহাওয়া
১:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » দেশে ফেরা নিয়ে যা জানলেন জায়েদ খান

দেশে ফেরা নিয়ে যা জানলেন জায়েদ খান

শিল্পী সমিতির সা. সম্পাদক পদ জায়েদ খানের: হাইকোর্ট

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান মাসখানেক ধরে দেশের বাইরে রয়েছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি এখনো দেশে ফেরেননি। বর্তমানে তিনি কানাডার একটি শহরে অবস্থান করছেন।

দেশের বাইরে থাকলেও সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় জায়েদ খানসহ ৫৬ জনের নামে মামলা করা হয়েছে। এই মামলায় অভিনেত্রী তানভীন আহমেদ সুইটি ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের নামও রয়েছে।

জায়েদ খান এই বিষয়ে অবগত রয়েছেন। কানাডা থেকে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আমি নাকি ২০১৫ সালে হামলা করে তাকে হত্যার চেষ্টা করেছি। সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। মিথ্যা মামলা, যার কোনো ভিত্তি নেই। আমি দেশের একজন শিল্পী। বাংলাদেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। হতে পারে, আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি বিশ্বাসী। কিন্তু এজন্য কেউ মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে না।

তিনি আরো বলেন, আমি তো রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নই। কোনো দুর্নীতি করিনি। একজন শিল্পী হিসেবে সবসময় মানুষকে বিনোদন দেয়ার চেষ্টা করেছি। ছাত্র-জনতার গণ–আন্দোলনের প্রায় মাস খানেক আগে থেকেই আমি অস্ট্রেলিয়া, কানাডা এবং সর্বশেষ আমেরিকার শো নিয়ে ব্যস্ত ছিলাম। শো করে মানুষকে বিনোদন দিয়েছি। একজন বিনোদনকর্মী হিসেবে এটাই আমাদের কাজ, এবং আমি সেটাই করেছি।

আক্ষেপ প্রকাশ করে জায়েদ খান বলেন, শিল্পী হিসেবে আমি কারো সঙ্গেই কোন অন্যায় করিনি, ক্ষতি করিনি। দেশের মানুষকে ভালোবাসি, আমাকেও সবাই ভালোবাসেন। এখন আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনুস সাহেব ছাত্রদের নিয়ে দেশের সংস্কার কাজ করছেন। আমার বিশ্বাস, এসব ভিত্তিহীন মামলার বিষয়ও তিনি দেখবেন।

দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে জায়েদ খান বলেন, এখানে এখনো আমার কিছু শো বাকি রয়েছে। সেসব শেষ করেই ফিরব। আশা করি দেশে ফিরলে কোনো হয়রানির মুখে পড়তে হবে না।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা


শিরোনাম বিএনএ