27 C
আবহাওয়া
১০:৫৩ পূর্বাহ্ণ - জুলাই ৪, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় অপুষ্টিতে কমপক্ষে ৬৬ শিশুর মৃত্যু

গাজায় অপুষ্টিতে কমপক্ষে ৬৬ শিশুর মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে অপুষ্টিতে কমপক্ষে ৬৬ জন শিশু মারা গেছে । রোববার (২৯ জুন) দেশটির মিডিয়া দপ্তরের বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা।

গাজার সরকার জানিয়েছে, ইসরায়েল দুধ, পুষ্টিকর সম্পূরক এবং অন্যান্য খাদ্য সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী ভূখণ্ডে তাদের আক্রমণ তীব্রতর করেছে, গাজা শহরের তুফাহ পাড়ায় ২০ জনসহ কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

গাজা কর্তৃপক্ষ এই মানবিক বিপর্যয়ের জন্য শুধু ইসরায়েলকেই নয়, বরং তার পশ্চিমা মিত্রদের— বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকেও দায়ী করেছে। একইসঙ্গে, তারা জাতিসংঘকে আহ্বান জানিয়েছে যেন অবিলম্বে গাজার সব সীমান্তপথ খুলে দেওয়া হয়।

এর আগে শিশুদের সুরক্ষায় কাজ করা জাতিসংঘের সংস্থা ইউনিসেফ সতর্ক করে জানায়, গাজায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ভয়াবহ গতিতে বাড়ছে। চলতি বছরের মে মাসেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী অন্তত ৫ হাজার ১১৯ শিশুকে তীব্র অপুষ্টিজনিত সমস্যার কারণে ভর্তি করা হয়েছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ