সম্প্রতি যুক্তরাষ্ট্রের আমান্ডা একস্টেইন এবং ফিলিপ ওয়ার্নার দম্পতির মাতৃত্বকালীন ফটোশুট ভাইরাল হয়েছে। ফটোশুট করার সময় তারা ভাবেননি একটা ‘ঘোড়া’ তাদের দৃশ্য চুরি করে নেবে।
ফক্স নিউজ জানায়, একস্টেইন এবং ফিলিপ ওয়ার্নার যখন লম্বা ছায়াময় বৃক্ষের সামনে ফটোশুট করছিলেন, ঠিক তখন ১২ বছরের একটি ঘোড়া তাদের সঙ্গে অংশ নেয়। ‘বাকশট’ নামে টেনেসা ওয়াকারটি (দৌড়ের ঘোড়া) এমনভাবে পোজ দিয়েছিল যেন সে হাসছিল।
চলতি মাসের শুরতে এই অমূল্য মুহূর্তটি ধারণ করেন ইন্ডিয়ানার আলোকচিত্রী ক্রিসটেন জাফ্রিও। ছবিটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। সংগৃহীত।
Total Viewed and Shared : 142