28 C
আবহাওয়া
১:৫৭ অপরাহ্ণ - জুন ১৪, ২০২৪
Bnanews24.com
Home » বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে সেনাবাহিনী

বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে সেনাবাহিনী


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী’র বাঘাইহাট জোন। বুধবার (২৯ মে) সকালে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন, পিএসসি, জোন কমান্ডার, বাঘাইহাট জোন।

খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। এলাকার সকলের নিরাপত্তা, বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং উন্নয়নমূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী তথা বাঘাইহাট জোনের পক্ষ থেকে এমন সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় বাঘাইহাট জোন ভারপাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর আহমেদ খান, বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ