29 C
আবহাওয়া
৫:২৪ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৪
Bnanews24.com
Home » পটিয়ায় ব্যালট পেপার ছিনতাই, ভোটগ্রহণ সাময়িক স্থগিত

পটিয়ায় ব্যালট পেপার ছিনতাই, ভোটগ্রহণ সাময়িক স্থগিত


বিএনএ, পটিয়া : পটিয়ায় একটি কেন্দ্রের ভোট গ্রহণের সময় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ভোটগ্রহণ সাময়িক বন্ধ রেখেছে নির্বাচন কমিশন। বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিংগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব পিংগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রায় অর্ধশতাধিক লোক হামলা চালায়। এসময় ৯টি ব্যালট বই, ৫৫১টি ব্যালট পেপার, মার্কিং সিল ও অফিসিয়াল সিল ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পরপরই ভোটগ্রহণ বন্ধ রাখেন কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক জানান, এই ঘটনার পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক স্থগিত আছে। ঝামেলা এড়াতে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে ভোটগ্রহণ আবারও শুরু করা হবে।

বিএনএনিউজ/রেহানা/এইচ.এম/হাসনা

 

Loading


শিরোনাম বিএনএ