30 C
আবহাওয়া
৪:০১ অপরাহ্ণ - জুন ১৪, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে কেন্দ্র থেকে চাকুসহ যুবক আটক

বোয়ালখালীতে কেন্দ্র থেকে চাকুসহ যুবক আটক


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় উপজেলার ৮৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৯টার দিকে চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে রেজাউল নামের এক যুবককে পুলিশ আটক করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ চাকুসহ রেজাউল নামের এক যুবককে আটক করেছে। সে উপজেলার কধুরখীল ইউনিয়নের নুরুল আলমের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রিপন চৌধুরী বলেন, ভোট গ্রহণ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ