31 C
আবহাওয়া
৭:৫৬ অপরাহ্ণ - জুলাই ২৭, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় বাড়ছে নারী ভোটারদের উপস্থিতি

আনোয়ারায় বাড়ছে নারী ভোটারদের উপস্থিতি


বিএনএ, চট্টগ্রাম: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার  ভোট কেন্দ্রগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। এ সময় পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। নারী ভোটারদের ভোট দেওয়ার জন্য কেন্দ্রগুলোর বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বুধবার (২৯ মে ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকাল সাড়ে ৯টার দিকে  তৈলারদ্বীপ এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়,  তৈলারদ্বীপ বারখাইন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় , তৈলারদ্বীপ  সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি। ভোটকেন্দ্রের চারপাশে পোস্টার, ফেস্টুনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

এখানে ৭ নং ওয়ার্ড কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২৯৪৬ জন যার মধ্যে নারী ভোটার ১৪০৮ জন, ৮ নং ওয়ার্ড কেন্দ্রে ভোটার সংখ্যা ২০৫৩ জন নারী ভোটার ৯৭৬ জন, ৯ নং ওয়ার্ড কেন্দ্রে ভোটার ৩২৪২ জন যার মধ্যে নারী ভোটার ১৪৯৬জন ।

কেন্দ্রে ভোট দিতে আসা গৃহিণী মনোয়ারা বেগম বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছি। ব্যালট পেপারে ভোট দিতে পেরে ভালো লাগছে। পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছি। আশা করছি পছন্দের প্রার্থী জিতবেন।’

তৈলারদ্বীপ এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার সুমনা আক্তার বলেন, ‘ভোট দিতে এসে খুব ভালো লেগেছে। ভোট সুন্দর হচ্ছে, ভিড় কম থাকায় সহজেই ভোট দিতে পেরেছি।’

বারখাইন ৮ নং ওয়ার্ড তৈলারদ্বীপ বারখাইন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মাইনুদ্দিন  বলেন,  ‘ভোট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভোটারদের খুব ভিড় হয়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।’ এই কেন্দ্রে ৪টি বুথে ১ ঘন্টায় ভোট পড়েছে ১৫০ এর মত।

তিনি বলেন, এ কেন্দ্রে ভোটাররা কোনও ঝামেলা ছাড়াই ভোট দিতে পারছেন।

তৃতীয় ধাপে আনোয়ারা উপজেলা নির্বাচনে  প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ১১ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী (দোয়াত কলম)  , কাজী মোজাম্মেল হক(আনারস) ।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সুগ্রীব মজুমদার দোলন (তালা), এম. এ মান্নান মান্না( চশমা), সালাউদ্দিন সারো (টিউবওয়েল), প্রদীপ দত্ত কনক ( মাইক), সন্তোষ কুমার দে( বই), আবু জাফর চৌধুরী ( টিয়াপাখি)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম বেগম (ফুটবল), পারভীন আকতার (কলসি), এড. চুমকি চৌধুরী ( হাঁস) প্রতিক বরাদ্দ দেওয়া হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২৯ মে’র নির্বাচনে আনোয়ারা উপজেলায় ২ লাখ ৩২ হাজার ভোটার ৭৪টি কেন্দ্রে নতুন উপজেলা চেয়ারম্যান বানাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থী, ৬ জন ভাইস চেয়ারম্যান, ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ