17 C
আবহাওয়া
৫:২৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » নেত্রকোনায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

নেত্রকোনায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

পটিয়ায় বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

বিএনএ, নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় মো. রাজীব মিয়া (১৩) নামের মাদরাসা পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার কলমাকান্দা-পাঁচগাও সড়কের নল্লাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাজীব ওই এলাকার মো. বকুল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশুনা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রাজীব মিয়া মাদরাসা থেকে একটি অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হয়। নল্লাপাড়া নামক স্থানে এসে অটোরিকশা থেকে নামার সাথে সাথেই একটি দ্রুতগামী মোটরসাইকেল রাজীবকে ধাক্কা দেয়। এতে সে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/ ফেরদৌস আহামেদ বাবুল, বিএম

Loading


শিরোনাম বিএনএ