বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বার্ষিক মোটরসাইকেল মিছিলে গুলিতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। শনিবার (২৭ মে) রেড রিভার শহরে বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
খবরে বলা হচ্ছে, মেমোরিয়াল ডে উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল নিউ মেক্সিকোর রেড রিভার শহরে। ছোট্ট এই শহরে শোভাযাত্রায় অংশ নিয়েছিল প্রায় ২০ হাজার মোটরসাইকেল।
রেড রিভারের মেয়র লিন্ডা ক্যালহাউন বলেন, এই ঘটনায় সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো একটি অপরাধী চক্র এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ১৫ মে গুলিতে নিউ মেক্সিকোয় তিনজন নিহত হয়েছিলেন।
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 13,214