15 C
আবহাওয়া
৭:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েল ফিলিস্তিনে গণগ্রেপ্তার চালাচ্ছে

ইসরায়েল ফিলিস্তিনে গণগ্রেপ্তার চালাচ্ছে


বিএনএ, বিশ্বডেস্ক : যুদ্ধবিরতির কথা বলা হলেও ফিলিস্তিনে গণ গ্রেপ্তার চালাচ্ছে ইসরায়েল। নতুন করে অন্তত ২৫০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়লি বাহিনী। ইহুদিবাদী দেশটির পুলিশ বৃহস্পতিবার শেখ জাররাহ এলাকা থেকে এক নারী ফিলিস্তিনি সাংবাদিকসহ দুইজনকে গ্রেপ্তার করে।

একইদিন ওয়াদি আরা ও কাফর মান্দায় হানা দেয় ইসরায়েলি পুলিশ। সেখান থেকেও প্রায় ১২ জন যুবককে গ্রেপ্তার করেছে বলে জানায় সংবাদমাধ্যম দ্য নিউ আরাব।

খবরে বলা হচ্ছে, নেগেভ এবং উম্ম আল-ফাহমেও গ্রেপ্তারি অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। বেশির ভাগ যুবককে লোদ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওই শহর থেকে কমপক্ষে ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়।

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৬ জন শিশু রয়েছে। এ ছাড়া প্রায় দুই হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। অপরদিকে হামাসের রকেট হামলায় ১৩ ইসরাইলি নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন বিদেশি শ্রমিক ও দুইজন শিশু রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ