16 C
আবহাওয়া
৮:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে পথচারীদের স্যালাইন-পানি পান করাচ্ছে ছাত্রলীগ

ময়মনসিংহে পথচারীদের স্যালাইন-পানি পান করাচ্ছে ছাত্রলীগ


বিএনএ, ময়মনসিংহ : দৈনিক এক হাজার পথচারিকে সেলাইন মেশানো পানি পান করাচ্ছেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম ফেরদৌস ফুয়াদ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের পানি পান করাতে দেখা যায়।

উপস্থিত মহানগর ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কথা বলা বলে জানা যায়, মহানগর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ফাহিম ফেরদৌস ফুয়াদের নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতাকর্মী পথচারিদের সেলাইন মেশানো পানি করাচ্ছেন। গত ৫ দিন যাবত নগরীর চরপাড়া মোড়, টাউনহল মোড়, রেলি মোড়ে দৈনিক ৫০০ লিটার করে পানি রিকশাচালক, অটোরিকশা চালক, বাস যাত্রী, সিএনজি যাত্রীদের পান করাচ্ছেন। প্রতি এক গ্লাস পানিতে একটি এসএমসি’র ওরস্যালাইন দেয়া হচ্ছে।

রিকশা চালক আবুল খায়ের বলেন, ছাত্রলীগ ভাইদের দেয়া এক গ্লাস সেলাইন পানি পান করে শান্তি লাগছে। এমনিতে লেবু পানি বিক্রি করছে কিছু মানুষ। সেখান থেকে এক গ্লাস পানি পান করলে ১০ টাকা লাগে। এখানে বিনামুল্যে এক গ্লাস সেলাইন পানি পেলাম। আমার যাত্রীরাও ছাত্রলীগ ভাইদের দেয়া সেলাইন পানি পান করেছেন।

আরেক অটোচালক কাশেম মিয়া বলেন, মানুষকে বিনামুল্যে পানি পান করানো সওয়াবের কাজ। এই ভাইদের মনের ইচ্ছা আল্লাহ পুরণ করুক, এই দোয়া করি।

মহানগর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ফাহিম ফেরদৌস ফুয়াদ বলেন, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু ভাই’র পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাইয়ের নির্দেশনায় দৈনিক ৫০০ লিটার ইলেক্ট্রোলাইট পানি পথচারিদের মাঝে বিতরণ করা হচ্ছে। এই তীব্র তাপদাহ যতদিন থাকবে। ইনশা-আল্লাহ আমরা দৈনিক সাধারণ পথচারিদের মাঝে পানি বিতরণ করে যাব।

পানি বিতরণে সহায়তা করেছেন ছাত্রলীগ কর্মী এইচ এম হৃদয়, ইশতিয়াক পাপেল, আরাফাত হোসেন নাঈম, অন্তর, শাওন চন্দ্র দে, জয় সরকার, জাকারিয়া ইসলাম জাওয়াত, রিয়াদ, সুজন, দূর্জয়, স্বপ্নসহ আরও অনেকে।

বিএনএনিউজ/ হামিমুর রহমান হামিম/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ