29 C
আবহাওয়া
২:৪০ পূর্বাহ্ণ - জুন ১, ২০২৪
Bnanews24.com
Home » চুয়েটের যন্ত্রকৌশল ও ম্যানুফ্যাকচারিং অনুষদের নতুন ডিন নিয়োগ

চুয়েটের যন্ত্রকৌশল ও ম্যানুফ্যাকচারিং অনুষদের নতুন ডিন নিয়োগ


বিএনএ, চুয়েট: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর মেকানিক্যাল ও ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের নতুন ডিন হলেন  অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। রোববার(২৮শে এপ্রিল)বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদনক্রমে তার নিয়োগের নোটিশ জারি হয় । চুয়েটে উক্ত অনুষদের আওতাধীন‌ যন্ত্রকৌশলসহ মোট চারটি বিভাগ রয়েছে ।

অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান ইতিপূর্বে উক্ত ফাকাল্টির বিভিন্ন বিভাগে একাধিকবার বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি উক্ত অনুষদের তৃতীয় ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তাকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

তিনি উক্ত দায়িত্ব পাওয়ার পর বলেন, “উক্ত দায়িত্ব পেয়ে আমার ভালো লাগছে। সকলের সহযোগিতা কামনা করে তো দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”

উল্লেখ্য , ইতিপূর্বে উক্ত অনুষদের ডিন ছিলেন অধ্যাপক ড. হুমায়ূন কবির ।

বিএনএ/ ইয়াসির

Loading


শিরোনাম বিএনএ