32 C
আবহাওয়া
৫:০০ অপরাহ্ণ - জুলাই ৫, ২০২৫
Bnanews24.com
Home » এবার অনুমোদন পেল চীনের টিকা

এবার অনুমোদন পেল চীনের টিকা

এবার অনুমোদন পেল চীনের টিকা

বিএনএ, ঢাকা : এবার চীনের সিনোফার্মের করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এর আগে অনুমোদন দেয়া হয়েছিল রাশিয়ার টিকা স্পুতনিক-ভি।

বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

তিনি বলেন, চীনসহ বিভিন্ন দেশে সিনোফার্মের টিকাটি অনুমোদিত। এই টিকার সব ডাটা আমরা পেয়েছি, সরকারিভাবে আমাদের কাছে পাঠানো হয়েছে। এগুলো আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে আমরা যাচাই-বাছাই করেছি।

মাহবুবুর রহমান বলেন, ১২ সদস্য বিশিষ্ট একটি পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি আছে আমাদের। তারা টিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। আমরা দেখতে পেয়েছি এর কার্যকরী ক্ষমতা অনেক ভালো।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার ঔষুধ প্রশাসন রাশিয়ার টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ