35 C
আবহাওয়া
৮:৩২ অপরাহ্ণ - জুন ২, ২০২৩
Bnanews24.com
Home » ভারতে করোনায় ঘন্টায় মারা যাচ্ছে ১৩৮ জন!

ভারতে করোনায় ঘন্টায় মারা যাচ্ছে ১৩৮ জন!


বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬০ হাজার ছাড়িয়ে গেল। মঙ্গলবারের তুলনায় বুধবার(২৮ এপ্রিল) আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ৩৭ হাজার। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের।  প্রতি ঘন্টায় মারা যাচ্ছে ১৩৮ জন।

করোনাভাইরাসের জেরে এই প্রথম ভারতে একদিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল। সেই সঙ্গে ২ লক্ষ পার করল  মোট মৃত্যুর সংখ্যাও । ভারতে গত সাড়ে ৩ মাসে  মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষের বেশি। সংক্রমণ হারও ছাড়িয়েছে ২০ শতাংশ। অর্থাৎ ভারতে করোনা পরীক্ষা হওযা ৫ জনের মধ্যে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

৩ লক্ষ ৬০ হাজার নতুন সংক্রমণের জেরে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন। আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে প্রায় সাড়ে ৯৬ হাজার। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছে ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯ জন। এই বিপুল সংখ্যক সক্রিয় রোগীকে স্বাস্থ্য পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলি। রোজ অনেক রোগী মারা যাচ্ছেন শুধুমাত্র অক্সিজেনের অভাবে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষের বেশি। সংক্রমণ হারও ছাড়িয়েছে ২০ শতাংশ। অর্থাৎ ভারতে করোনা পরীক্ষা হওয়া ৫ জনের মধ্যে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে টিকা নিয়েছেন ২৫ লক্ষ ৫৬ হাজার ১৮১ জন। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার পর এখনও অবধি দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৩৬৭।

গত ২৪ ঘণ্টায় ভারতে টিকা নিয়েছেন ২৫ লক্ষ ৫৬ হাজার ১৮১ জন। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার পর এখনও অবধি  মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৩৬৭।

বিএনএনিউজ২৪/ ওয়াই এইচ,এসজিএন

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ