28.2 C
আবহাওয়া
৭:৪৮ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » মুক্তিযোদ্ধার বংশধরদের জন্য বৃত্তি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করেছে ভারত

মুক্তিযোদ্ধার বংশধরদের জন্য বৃত্তি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করেছে ভারত


বিএনএ, ঢাকা : ভারত সরকার ২০২২-২৩ শিক্ষাবর্ষের শুরুতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য বৃত্তি প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছে।

উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভারতের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে নতুন প্রকল্পের অধীনে চলতি বছর মোট ১,৪৯৭ জন শিক্ষার্থী উপকৃত হবে।

ভারত সরকার মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ২০০৬ সালে ‘মুক্তিযোদ্ধা বৃত্তি প্রকল্প’ চালু করে।

উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের চার বছরের জন্য মোট ২৪,০০০ টাকা এবং স্নাতক স্তরের শিক্ষার্থীদের দুই বছরের জন্য প্রতি বছর ১০,০০০ টাকা বৃত্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফরকালে কোভিড-১৯ মহামারীর সময়েও এই বৃত্তি প্রদান করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এটি বাংলাদেশের ভাইদের সাথে বন্ধুত্বের বিষয়ে ভারত সরকার ও ভারতীয় জনগণ উভয়ের অঙ্গীকারের নিদর্শন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় এপ্রিল ২০১৭ সালে বৃত্তি প্রকল্পটি পুনরায় চালু করা হয়।

এখন পর্যন্ত মোট ১৯,০৮২ জন ছাত্র এই প্রকল্পের অধীনে উপকৃত হয়েছে। এই উদ্দেশ্যে ৪৪.৯৯ কোটি টাকা ব্যবহৃত হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সারা দেশ থেকে তাদের ছাত্র বাছাই ও শনাক্তকরণে সহায়তা করছে।

বৃত্তির অর্থ সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে ছাত্রদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

Loading


শিরোনাম বিএনএ