16 C
আবহাওয়া
৪:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » বিমান দুর্ঘটনায় ব্রাজিলে ৭জন নিহত

বিমান দুর্ঘটনায় ব্রাজিলে ৭জন নিহত

বিমান দুর্ঘটনায় ব্রাজিলে ৭জন নিহত

বিশ্ব ডেস্ক: বিমান দুর্ঘটনায় ব্রাজিলে ৭জন নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) দেশটির মিনাস গেরিস রাজ্যে ছোট একটি  বিমান বিধ্বস্ত হলে হতাহতের এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মধ্য আকাশে এটি বিধ্বস্ত হয়। দেশটির দমকল বাহিনী জানায়, এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। তবে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ব্রাজিলের মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে বিমানের ধংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সে স্থানটি পাহাড়, ঘাস ও বন-জঙ্গলে ঘেরা ছিল।

গত বছরের সেপ্টেম্বরেও আমাজন বনে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়।

এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ