16 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » মুন্সীগঞ্জে ট্রাকচাপায় নিহত ২ 

মুন্সীগঞ্জে ট্রাকচাপায় নিহত ২ 

ট্রাকচাপায় মৃত্যু

বিএনএ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ট্রাকচাপায় নিহত হয়েছে দুই হোটেল ব্যবসায়ী। শুক্রবার(২৯ জানুয়ারী)  ভোর পাঁচটার দিকে গজারিয়া উপজেলার জামালদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন।

নিহতরা  হলেন ইসমাইল হোসেন এবং আবুল কালাম মোল্লা। আহতের নাম বেলাল।

নিহত ইসমাইল চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে এবং আবুল কালাম একই এলাকার মুসলিম মোল্লার ছেলে। আহত বেলাল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ্‍ উদ্দিন গণমাধ্যমকে জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি ট্রাক জামালদী বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা তিন যাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় অন্যজন। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।  হতাহতরা সবাই হোটেল ব্যবসায়ী।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ