26 C
আবহাওয়া
১০:০৬ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » কানাডাকে বিধ্বস্ত করল ক্রোয়েশিয়া

কানাডাকে বিধ্বস্ত করল ক্রোয়েশিয়া


বিএনএ, স্পোর্টস ডেস্ক : গোল উৎসবে মেতে কানাডাকে বিধ্বস্ত করল ক্রোয়েশিয়া। রোববার (২৭ নভেম্বর) কাতারের আল রাইয়ান মাঠে কানাডাকে ৪-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠেছে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।

ম্যাচের মাত্র ২ মিনিটের মাথায় আলফোন্সো ডেভিস কাতার বিশ্বকাপের সবথেকে দ্রুততম গোল করার পর মনে হচ্ছিল দিনটা কানাডারই। কিন্তু দুর্দান্তভাবে ফিরে এসে সেটি হতে দিল না ক্রোয়েশিয়া।

৩৬ মিনিটে ক্রামারিচের গোল সমতায় ফেরায় ক্রোয়েশিয়াকে। এর ৬ মিনিট পরেই দলকে এগিয়ে দেন লিভাজা। পিছিয়ে পড়েও ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ক্রোয়েশিয়া।

ম্যাচের ৭০ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ক্রামারিচ নিজের ২য় এবং ক্রোয়েশিয়ার ৩য় গোল করে কানাডার ম্যাচে ফেরার আশা ক্ষীণ করে তুলেন।

ম্যাচের ৯৩ মিনিটে কানাডার কফিনে শেষ পেরেক ঠুকে দেন মাজার। ম্যাচ শেষ হয় ক্রোয়েশিয়ার পক্ষে ৪-১ ব্যবধানে।

এ ম্যাচে হারায় ৩৬ বছর পর বিশ্বকাপ খেলতে এসে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো কানাডাকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ