বিএনএ ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে জয় পেয়েছে জায়ান্ট লিভারপুল। শনিবার (২৭ নভেম্বর) ঘরের মাঠ অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে সাউদাম্পটনকে ৪-০ গোলে উড়িয়ে দেয় অলরেডরা। জোড়া গোল করেছেন ডিয়েগো জটা। একটি করে গোল করেন থিয়াগো আলকান্ত্রা ও ভার্জিল ভ্যান ডাইক।
ম্যাচের দুই মিনিটেই ডিয়েগো জটার গোলে লিড নেয় অলরেডরা। এরপর সাদিও মানের গোল অফসাইডে বাতিল হয়। তবে ৩২ মিনিটে সালাহ’র অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন জটা। ৩৭ মিনিটে স্বাগতিকদের হয়ে তৃতীয় গোল করেন মিডফিল্ডার থিয়াগো আলকান্ত্রা। ৫২ মিনিটে কর্নার থেকে আসে চতুর্থ গোল। লিভারপুলের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন ভার্জিল ভ্যান ডাইক।
প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচ শেষে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি।
বিএনএনিউজ/আরকেসি
Total Viewed and Shared : 18